পিকেএসএফ আয়োজিত পলিসি ডায়লগে বক্তাদের অভিমত

0
373

বাংলাদেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাসায়নিক সার ও কীটনাশকের লাগামহীন ব্যবহার মাটির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ উত্তরণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশে ফসলের উৎপাদন হ্রাস না করে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব জৈব কৃষিতে রূপান্তর শীর্ষক এক পলিসি ডায়লগের আয়োজন করে। সভাপতির বক্তব্যে পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের জানান, আমাদের কৃষকরা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে। রাসায়নিক সার ও কীটনাশকের অতিব্যবহার কমাতে কৃষকদের সামাজিক আচরণ পরিবর্তনে আমাদের কাজ করতে হবে। জৈব কৃষি পদ্ধতিতে (অ্যাগ্রোইকোলজিক্যাল) উৎপাদন কমে না বরং ক্ষেত্রবিশেষে উৎপাদন বাড়ে। তবে জৈব কৃষি সম্প্রসারণে আমাদের একটি রোডম্যাপ করা দরকার। এটি রাতারাতি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন বলেন, একসময় দেশের কৃষকরা উৎপাদন বাড়াতে অতিমাত্রায় রাসায়নিক সারের ব্যবহারের দিকে ঝুঁকেছিল। কৃষিতে দীর্ঘমেয়াদি টেকসহিতা নিশ্চিত করতে জৈব কৃষি পদ্ধতির বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেন, বর্তমানে দেশব্যাপী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ল্যাবে পিকেএসএফের সহযোগী সংস্থার আওতাভুক্ত কৃষকরা সহজে মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড সংগ্রহ করতে পারে।
উন্মুক্ত আলোচনায় ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ-উজ- জামান বলেন, ভূমি সংস্কার ব্যতীত টেকসইভাবে জৈব কৃষি সম্প্রসারণ সম্ভব নয়। এ ছাড়া ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, দেশজ প্রাণ-প্রকৃতির বিস্তার ও জৈব কৃষি সম্প্রসারণে কৃষক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি করা অত্যাবশ্যক বলে মন্তব্য করেন। চুয়াডাঙ্গা থেকে আগত কৃষক মোহাম্মদ আলী জানান, জৈব পদ্ধতিতে চাষাবাদের ফলে ফসলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় ২৫ শতাংশ কমেছে। পাশাপাশি বক্তারা জৈব সারে প্রণোদনা, বাণিজ্যিক জৈব সারের সহজ নিবন্ধন, বর্জ্য থেকে সার উৎপাদন ও কৃষির ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন।