এবি ব্যাংকের ঢাকা অঞ্চলের কৌশলগত পরিকল্পনা অনুষ্ঠিত

0
76

এবি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের জন্য দিনব্যাপী কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ওই সেশনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।