ডিএইচএলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

0
12

গো-গ্রিন প্লাস কার্বন রিডিউসড শিপিং সার্ভিস চালু করতে বিশ্ববিখ্যাত লজিস্টিক কোম্পানি ডিএইচএলের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তিটি পরিবেশগত টেকসইতার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। ২১ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গো-গ্রিন প্লাস কার্বন রিডিউসড শিপিং সার্ভিসের জন্য ডিএইচএলের সঙ্গে আমাদের চুক্তিটি কার্বন নিঃসরণ কমাতে এবং ইতিবাচক পরিবেশগত প্রভাব সৃষ্টিতে আমাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে। আমরা বিশ্বাস করি, টেকসই ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি এবং এই উদ্যোগটি একটি সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রচেষ্টারই দৃষ্টান্ত।