ঢাকায় শেভরনের অর্থায়নে উদ্যোক্তা প্রকল্পের সফল সমাপ্তি

0
18

শেভরনের অর্থায়নে রাজধানীতে উদ্যোক্তা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই উন্নয়নের যাত্রায় উদ্যোক্তার ক্ষমতায়ন থিমের অধীন আয়োজিত অনুষ্ঠানটি প্রায় চার বছরের দীর্ঘ যাত্রা শেষে আয়োজন করা হয়, যা উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের গ্রাম উন্নয়ন সমিতির মধ্যে প্রয়োজনীয় সংযোগ স্থাপন, ব্যবসায়িক দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য নিবেদিত ছিল।
উদ্যোক্তা-এমপাওয়ারিং এন্ট্রাপ্রেনিউরস প্রকল্পটির অর্থায়ন করেছে শেভরন। এটি বাস্তবায়ন করেছে আইডিই। এর লক্ষ্য ছিল ১১০টি ভিডিও সমবায় সমিতি এবং ১ হাজার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের (এমএসএমই) অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং তাদের মূলধন সংরক্ষণ ও বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন শেভরন বাংলাদেশের অর্থ পরিচালক গ্রেগ বার্নস এবং শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফেরোজ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আইসিটি উইং এফ এম মাহবুবুর রহমান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হোসনে আরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের সিই এবং এসআই ম্যানেজার এ কে এম আরিফ আকতার, শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবির, আইডিই বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর-প্রোগ্রাম মোহাম্মদ শোয়েব ইফতেখার, আইডিই বাংলাদেশের হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. আফজাল হোসেন ভূঁইয়া এবং আইডিই বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. হান্নান আলী।
অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের কর্মকর্তা, আইডিই প্রতিনিধি, উন্নত বীজ সরবরাহকারী, জৈব কীটনাশক কোম্পানির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কার্কি এবং সঞ্চালনা করেন আইডিই বাংলাদেশের মনিটরিং এবং ইভালুয়েশন বিশেষজ্ঞ পারমিতা দত্ত। পুরো অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন আইডিই বাংলাদেশের উদ্যোক্তা প্রকল্পের কর্মকর্তারা।