নারী উদ্যোক্তাদের প্রদর্শনীতে অংশ নেবে ব্র্যাক ব্যাংক

0
20

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা-২০২৫ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই প্রদর্শনীতে অংশ নেবে ব্র্যাক ব্যাংক। নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই মেলার আয়োজন করছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো, আরও বেশি নারীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা এবং তাদের মূলধারার আর্থিক ব্যবস্থায় যুক্ত করে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এই উদ্যোগের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।