ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের আয়োজন করেছে মেঘনা ব্যাংক

0
24

মেঘনা ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর এক্সিলেন্সে অনুষ্ঠিত হয়। মেঘনা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আহসান খলিল আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে খলিল ব্যাংকিং পেশাদারদের ক্রমবর্ধমান আর্থিক দৃশ্যপটের সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্রমাগত শেখা এবং উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি নতুন এমটিওদের ব্যাংকের মূল মূল্যবোধগুলোকে আলিঙ্গন করতে এবং সেবায় উৎকর্ষ অর্জনের জন্য উৎসাহিত করেন।
অন্যান্যদের মধ্যে মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং ইনস্টিটিউটের অধ্যক্ষ একে মজিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই কর্মসূচির লক্ষ্য হলো নতুন নিয়োগপ্রাপ্তদের মেঘনা ব্যাংক পিএলসির প্রয়োজনীয় ব্যাংকিং জ্ঞান, দক্ষতা এবং সাংগঠনিক সংস্কৃতিতে সজ্জিত করা।