অগ্রণী ব্যাংকের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি

0
110

শ্রেণিকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি সম্প্রতি ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হবে। গতকাল অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ এ কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোনো ঋণ যাতে শ্রেণিকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণিকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ঋণ হ্রাসের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব সার্কেল, করপোরেট শাখা, অঞ্চল ও শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়। সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।