লংকাবাংলা ফাইন্যান্স ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে চুক্তি

0
101

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসিয়ের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস, মোজাম্মেল হক ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত), মো. তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস মোহাম্মদ আবদুল জলিল খান, অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের এএফএম রুবায়েত উল জান্নাত, মো. মাসুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এয়ার অ্যাস্ট্রা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট টিকেটে ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।