যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ব্যাংক

0
277

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের উচ্চ সুদহারের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হয়ে পড়েছে যুক্তরাষ্টের ব্যাংকিং খাত। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ব্যাংক। বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে সাম্প্রতিক অস্থিরতার বলি হলো আরেকটি ব্যাংক। দেশটির ব্যাংকিং ইতিহাসে ব্যর্থতার ঘটনা হিসেবে এটি তৃতীয় বৃহৎ। মাত্র দুদিনের ব্যবধানে বন্ধ হয়ে গেল শীর্ষস্থানীয় দুটি ব্যাংক। প্রথমে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। রোববার একই ভাগ্য মেনে নিতে হয় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংককে। খবর রয়টার্স।
দ্য ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দায়িত্ব নিয়েছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দেয়া তথ্যানুসারে, ২০২২ সালের শেষ পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল ১১ হাজার ৩৬ কোটি ডলার। মোট আমানতের পরিমাণ ছিল ৮ হাজার ৮৫৯ কোটি ডলার।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রোববার সিগনেচার ব্যাংকের কর্মীরা কোম্পানির ম্যানহাটন হেডকোয়ার্টারে এক সভায় সমবেত হন। সেখানে কারমাইন’স নামক এক ইতালীয় রেস্তারাঁ থেকে আনা খাবার ও স্টারবাকসের কফি খেতে খেতে তারা ব্যাংকটি বন্ধের ঘোষণা দেন। সভা শেষে একে একে ভবন থেকে বেরিয়ে আসেন তারা। ব্যাংকের প্রতিনিধিরা গণমাধ্যমের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের নীতিনির্ধারকরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সিগনেচার ব্যাংক ও সিলিকন ভ্যালি ব্যাংকের সব আমানতকারীকে একসঙ্গে করা হবে। বিবৃতিতে আরো জানানো হয়, ‘করদাতাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না।’
এফডিআইসি রোববার সিগনেচার ব্যাংকের বিকল্প হিসেবে একটি ব্রিজ ব্যাংক স্থাপন করেছে। এর মাধ্যমে গ্রাহকরা নিজ নিজ ফান্ডে সোমবার থেকে প্রবেশাধিকার পাবে। সিগনেচার ব্যাংকের সব আমানতকারী ও ঋণগ্রহীতারা স্বয়ংক্রিয়ভাবে ব্রিজ ব্যাংকের গ্রাহকে পরিণত হবে বলে এফডিআইসি জানিয়েছে। ব্রিজ ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে গ্রেগ কারমাইকেলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এর আগে ওহাইওভিত্তিক ফিফথ থার্ড ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সিগনেচার ব্যাংক ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক ব্যাংক। নিউইয়র্ক, কানেক্টিকাট, ক্যালিফোর্নিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলাইনায় তাদের কার্যক্রম ছিল। ব্যাংকিংয়ের পাশাপাশি তাদের আরো নয়টি ব্যবসা ছিল। এদের মধ্যে রিয়েল এস্টেট ও ডিজিটাল অ্যাসেট ব্যাংকিং উল্লেখযোগ্য। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর মোট আমানতের এক-চতুর্থাংশ এসেছিল ক্রিপ্টোকারেন্সি খাত থেকে। কিন্তু ডিসেম্বরে সে খাতে উল্লেখযোগ্য ধস নামে বলে সে সময় ব্যাংকটি ঘোষণা করেছিল।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল সিগনেচার ব্যাংকের। ট্রাম্প পরিবারের অনেক উদ্যোগে অর্থায়ন করেছে ব্যাংকটি। তবে ২০২১ সালে ট্রাম্প পরিবারের সঙ্গে সম্পর্কের ইতি ঘটায় সিগনেচার ব্যাংক। সে বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোশাল বলেন, ‘বোববার নেয়া যুক্তরাষ্ট্র সরকারের এ পদক্ষেপ ব্যাংক খাতের স্থিতাবস্থা ও এ খাতের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। এ খাতের অধিকাংশ আমানতকারীরা হলেন ক্ষুদ্র ব্যবসায়ী। আরো আছেন উদ্ভাবনী অর্থনীতির সঙ্গে জড়িতরা। তাদের সাফল্য নিউইয়র্কের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।’