বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেটকে কাস্টমাইজড ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে দেশটির কনসুলেট অফিসের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ১৪ মে শেরাটন ঢাকায় জাম্বিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম-ঢাকা ২০২৫-এ জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস উদ্বোধন অনুষ্ঠানে কনস্যুলেটের সঙ্গে ব্র্যাক ব্যাংক এই চুক্তি সম্পন্ন করে। জাম্বিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিনিয়োগ ও শিল্পায়নের স্থায়ী সচিব ক্রুসিভিয়া সি. হিচিকুম্বার নেতৃত্বে দেশটির একটি সরকারি প্রতিনিধি দলের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনসাল জেনারেল ড. মোহাম্মদ জায়েদ আলম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।