ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
78

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮০তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানি সচিব অলি কামাল এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন এএমএল অ্যান্ড সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর বোর্ড অব ডাইরেক্টর্স শীর্ষক সেশন পরিচালনা করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো মো. সিরাজুল ইলসাম, এফএসআইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডিরেক্টর জেনারেল (চলতি দায়িত্ব) মো. হাবিবুর রহমান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান ও ডিক্যামেলকো ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।