স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহিত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। ১৭ মে রাজশাহীর জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং লিড ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনসফারেন্সে দেশের সব তফসিলি ব্যাংকের রাজশাহী শাখার প্রতিনিধি অংশ নেন।
জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪শর বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগামী প্রজন্মকে শৈশব থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার অনুপ্রেরণা জোগাতে এই কনফারেন্স একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো+শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক ধারণা প্রদান, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে দিকনির্দেশনা প্রদান করা।
কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। তিনি তরুণদের মাঝে সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রতি গুরুত্বরোপ করে বলেন, শিক্ষার্থীদের জন্য আর্থিক শিক্ষা শুধু একটি দক্ষতা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিও। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এই কনফারেন্স শিক্ষার্থীদের ব্যাংকিং ও সঞ্চয় বিষয়ে ধারণা প্রদান করবে। আমি দৃঢভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক ও অফিস প্রধান হুসনে আরা শিখা। এ সময় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ গঠন এবং তরুণদের ক্ষমতায়নে স্কুল ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা শিক্ষার্থীদের চমৎকার ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা যেকোনো ব্যাংকে গিয়ে ব্যাংকিং করতে উৎসাহ বোধ করেন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল ওহাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।