পূবালী ব্যাংকে ইসলামি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার

0
28

পূবালী ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং উইংয়ের আয়োজনে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সম্প্রতি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ইসলামি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফিন্যান্স, ইউকের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন আব্বাস দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় ইসলামি ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।