পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা

0
97

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ডিএসই ট্রেনিং একাডেমি ৩ ডিসেম্বরসাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। যার নেতৃত্বে দেন আর্মি ইনস্টিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ। এই কর্মশালায় ডিএসইর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিএসইর ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর সাত্বিক আহমেদ শাহ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আজকের প্রোগ্রামটি পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা এই কর্মশালা থেকে পুঁজিবাজার সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে পারবেন। যা ভবিষ্যতে আপনাদের পুঁজিবাজারে বিনিয়োগ এবং কর্মক্ষেত্রে সহায়তা করবে।
ধন্যবাদ বক্তব্যে ডিএসইর সতন্ত্র পরিচালক ও আর্মি ইনস্টিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ বলেন, পুঁজিবাজারে যত বেশি ভালো মানের কোম্পানি থাকবে পুঁজিবাজার তত বেশি উন্নত হবে। অতীতে বেশ কিছু খারাপ কোম্পানি তালিকাভুক্ত হওয়ার কারণে পুঁজিবাজার বর্তমান অবস্থায় পৌছেছে। আমরা আশা করি আগামীতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে।