প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
32

প্রাইম ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ৫ মে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারাভ ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক এবং স্ট্যাটুটরী ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা অনুমোদন করেন।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানসহ, পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্টক এক্সচেঞ্জ, স্ক্রটিনাইজার ও অডিটরদের প্রতিনিধিরা সভায় ডিজিটালি সংযুক্ত ছিলেন।
সভার সূচনা বক্তব্যে চেয়ারম্যান সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।