ছুটির দিনে ব্যাংক খোলা, গ্রাহক উপস্থিতি কম

0
36

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। অন্য কর্মদিবসের মতোই স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারছে গ্রাহক। ব্যাংক লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে।
আজ শনিবার ব্যাংক খোলা থাকলেও গ্রাহক অন্য দিনের তুলনায় কম। সকাল থেকে ব্যাংকগুলোর অধিকাংশ শাখার কাউন্টারে গ্রাহক তুলনামূলক কম। কিছু কিছু কাউন্টারে কোনো গ্রাহকই দেখা যায়নি।