আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা

0
19

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা নর্থ জোন, ঢাকা সাউথ জোন ও করপোরেট শাখাগুলোর উদ্যোগে হজ এজেন্সির প্রতিনিধির সঙ্গে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাদিম, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, কাজী মাহমুদ করিম, শীর্ষ নির্বাহী এবং শাখার ব্যবস্থপকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিক উপস্থিত ছিলেন।