সাউথইস্ট ব্যাংক ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশনের ওপর দিনব্যাপী ওয়ার্কশপ

0
47

সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ২৪ অক্টোবর ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়। এ ছাড়াও তিনি লোন বিতরণে এই সফটওয়্যার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত মোট ৮০ জন প্রশিণার্থী অংশগ্রহণ করেন। ওই প্রশিক্ষণে ওপর বিশদ আলোচনা ও হাতেকলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ট্রেনিং মিস সায়মা বানু, আইটি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মো. এহসানুজ্জামানসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।