আইসিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
48

পুঁজিবাজারের সংকটকালে আইসিবিতে সহায়তা মেলে প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আইসিবির প্রধান কার্যালয়ে কেক কাটা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডি মো. আবুল হোসেন, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সিইও এবং জিএমসহ কর্মকর্তা-কর্মচারীরা।