সিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স সুবিধা ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত করল আইটিএফসি

0
83

ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফাইন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন ডলার করেছে। এটি কোনো বেসরকারি ব্যাংককে দেয়া আইটিএফসির এ যাবতকালের সর্বোচ্চ ট্রেড ফাইন্যান্স সুবিধা। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন ও আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের দুই এএমডি শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান হাসান শরীফ আহমেদ এবং আইটিএফসির এশিয়া ও মিডলইস্ট ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহাম্মদ ইফতেখার আলম প্রমুখ।