সাউথইস্ট ব্যাংক পিএলসিকে গ্লোবাল ট্রেজারি ম্যানেজমেন্ট বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান

0
82

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসিকে গ্লোবাল ট্রেজারি ম্যানেজমেন্ট (বাণিজ্যিক পেইমেন্ট) শ্রেষ্ঠত্বের জন্য ওয়েলস ফার্গো ব্যাংক এনএ বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন ওয়েলস ফার্গো ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড লোন সিন্ডিকেশন, করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং একেপের ম্যানেজিং ডিরেক্টর আদি কৌশিকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ওয়েলস ফার্গো ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।