সৌদি আরবের জেদ্দায় স্ট্যান্ডার্ড ব্যাংকের রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা

0
95

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণে সম্প্রতি রেমিট্যান্স বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া। প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। অনলাইনে সংযুক্ত থেকে সভায় আরো বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন।