আইসিএবি পুরস্কার জিতল বাংলাদেশ ফাইন্যান্স

0
56

২০২২ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ ছাড়া আর্থিক সেবা খাতের পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিংয়ে দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান এফসিএ এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কায়সার হামিদ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, আইসিএবির সভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ।