আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল লংকাবাংলা ফাইন্যান্স

0
71

২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০২২ জিতেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। অ্যানুয়াল রিপোর্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস বিভাগে প্রতিষ্ঠানটিকে স্বর্ণপদক (প্রথম স্থান) দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে লংকাবাংলা ফাইন্যান্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপারেশনস বিভাগ প্রধান একেএম কামরুজ্জামান, ট্রেজারি বিভাগের প্রধান কামরুল ইসলাম, ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. রাজিউদ্দিন প্রমুখ।