বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের চুক্তি

0
73

বাংলাদেশ ব্যাংকের লংটার্ম ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির আওতায় রফতানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা ও সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।