ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের টাউন হল মিটিং

0
26

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখাগুলোর ম্যানেজার, ম্যানেজার অপারেশনস ও উপশাখা ইনচার্জদের নিয়ে দিনব্যাপী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মোস্তফা খায়ের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন।