অগ্রণী ব্যাংকে ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম বিষয়ক কর্মশালা

0
151

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) ও আইটি অ্যান্ড এমআইএস ডিভিশন (এমআইএস অ্যান্ড সিআইবি) আয়োজিত ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এবিটিআইয়ে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর। এ ছাড়া সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (আইএসএমডি) রোমান আহমেদ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিআইটিও) মো. শাহীনূর রহমান, আইটি অ্যান্ড এমআইএস ডিভিশনের উপমহাব্যবস্থাপক (সিআইবি) শাহীনূর বেগম। এ সময় এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমসহ কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।