এসআইবিএল ও গ্রেস কক্স স্মার্ট হোটেলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
95

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্রেস কক্স স্মার্ট হোটেলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জাফর আলম। গ্রেস কক্স স্মার্ট হোটেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে গ্রেস কক্স স্মার্ট হোটেলের চেয়ারম্যান নিলোফার কবির, এসআইবিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আবদুল হান্নান খান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।