ন্যাশনাল ব্যাংকের সাব-ব্র্যাঞ্চগুলোর ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সমন্বয় সভা

0
37

প্রথমবারের মতো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৪টি সাব-ব্র্যাঞ্চের ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ঢাকার নিউ ইস্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মেহমুদ হোসেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যবসায়িক সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইস উদ্দিন, মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা এবং ৩৪টি সাব-ব্র্যাঞ্চের ব্যবস্থাপক।