শরীয়তপুরে প্রান্তিক গ্রাহকদের মধ্যে বিনিয়োগ বিতরণ করেছে এসআইবিএল

0
81

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫টি ব্যাংকের অংশগ্রহণে প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে লিড ব্যাংক হিসেবে প্রকাশ্য বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্প্রতি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক রোকেয়া সুলতানা, এসআইবিএল খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন প্রমুখ।