বেসিক ব্যাংকের নাম পরিবর্তন

0
59

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নাম কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী পরিবর্তন করে বেসিক ব্যাংক পিএলসি করা হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় বিশেষ সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা নাম পরিবর্তনের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে সভায় ব্যাংকের সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।