ঢাকা ব্যাংকের সঙ্গে পিডব্লিউসি বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

0
141

ঢাকা ব্যাংকের সঙ্গে প্রাইস ওয়াটার হাউজ কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে পিডব্লিউসি ঢাকা ব্যাংকের অভ্যন্তরীণ অডিট কার্যাবলির গুণমান নিশ্চিতকরণ পর্যালোচনা করবে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ ও ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এমরানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও ছিলেন পিডব্লিউসির পরিচালক মিসেস রুমেসা হুসেন, সাদেক জামান, ঢাকা ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু জাফর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কেএম শাহনওয়াজ প্রমুখ।