সোশ্যাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখার উদ্বোধন

0
52

সোশ্যাল ইসলামী ব্যাংকের তিনটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জাফর আলম। নতুন উপশাখা হলো সিলেটের বিয়ানীবাজারের কালীগঞ্জে, কুমিল্লার কালিয়াজুরীতে এবং নোয়াখালীর মাইজদী পৌরবাজারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এএএম হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।