মাইন্ড ম্যাপার বাংলাদেশের সঙ্গে আইপিডিসি ইজির চুক্তি সই

0
81

মাইন্ড ম্যাপার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কনজিউমার পণ্য ক্রয়ে আইপিডিসি ফাইন্যান্সের কার্যবিহীন ইএমআই সেবা প্রদানকারী অ্যাপ ‘আইপিডিসি ইজি’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থি’ত ছিলেন আইপিডিসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, আইপিডিসি ইজির প্রধান ফারজানা শারমিন, মাইন্ড ম্যাপারের ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান; প্রধান পরিচালন কর্মকর্তা শাহরিয়ার ফেরদৌস প্রমুখ।