মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন

0
36

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে সভাটির উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন সভায় বিশেষ অতিথি এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসানসহ ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান ও আরএম এবং এসএমই বিভাগের প্রধান আহসান জামিল হোসেন ২০২৩ সালের জন্য তাদের ব্যবসায় কৌশল উপস্থাপন করেন।