স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
131

সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের সহায়তা এবং বন্যাপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে ব্র্যাকের সঙ্গে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় কৃষকদের জলবায়ুসহিষ্ণু বীজ, উন্নত কৃষি প্রযুক্তি, টেকসই কৃষি যান্ত্রিকীকরণ, ফসল-পরবর্তী গুদামজাত সুবিধা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ দিতে ব্র্যাকের সঙ্গে কাজ করছে ব্যাংকটি।