সিলেটে প্রিমিয়ার ব্যাংক ও হাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
32

সম্প্রতি সিলেটে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোগে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিলেট অঞ্চলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী; ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন চৌধুরী; সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হিজকিল গুলজার; হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারমান মোতাহার হোসেন বাবুল ও সাবেক সভাপতি আযহারুল কবির চৌধুরী।