সাসটেইনেবল রেটিংয়ে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

0
78

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবল (টেকসই) রেটিংয়ে সন্তোষজনক অবস্থান অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের পর্ষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্জনের স্বীকৃতিস্বরূপ শাহ্জালাল ইসলামী ব্যাংককে পুরস্কৃত করা হয়। ব্যাংকটির এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ আশফাকুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।