সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবা যেমন পে-রোল ব্যাংকিং সার্ভিস, করপোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য আর্থিক সমাধান প্রদান করা হবে।
সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শেখ আবদুর রফিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।
এই চুক্তির আওতায়, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। করপোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
Home প্রেস রিলিজ সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর