সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের বলরুমে একটি অত্যন্ত সফল হজ কার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। হজ এবং ওমরাহ এজেন্সিগুলোর মালিক ও প্রতিনিধিদের সাথে অংশীদারত্ব আরও দৃঢ় করার লক্ষ্যে এবং হাজিদের জন্য সেবার মান উন্নয়নে সুযোগ অন্বেষণের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. সাদেক হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল এবং ভুটান। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা হজ এজেন্সির নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন, যা অর্থবহ আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।
সম্মেলনে নুরুদ্দিন মো. সাদেক হোসেন আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্রাভেলসের প্রোপ্রাইটর জাফর ইকবাল খান, বাংলাদেশ এয়ার ট্রাভেলসের প্রোপ্রাইটর জাহিদ আলম এবং জাবাল-ই-নূর ট্রাভেলসের প্রোপ্রাইটর যুনায়েদ গুলজারের হাতে হজ কার্ড হস্তান্তর করেন।