রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য পুরস্কার

0
70

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ) শীর্ষক ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর আ্যন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম সপ্তাহে পাঁচজন রেমিট্যান্স উত্তোলনকারী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।