যমুনা ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

0
66

যমুনা ব্যাংক পিএলসির মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের আয়োজনে গতকাল ব্যামেলকো কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। সভায় আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. আব্দুস সালাম এবং ডিএমডি ও ক্যামেলকো একেএম আতিকুর রহমান। সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ওমর শরীফ ও যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী এবং যমুনা ব্যাংকের ডেপুটি ক্যামেলকো সাজিয়া আফরীন আতিক।