মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি

0
44

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন।