মার্কেন্টাইল ব্যাংকের ওয়ারী ও যাত্রাবাড়ী উপশাখা উদ্বোধন

0
84

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ওয়ারী উপশাখা ও যাত্রাবাড়ী উপশাখা সম্প্রতি উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। যাত্রাবাড়ী উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ ও ওয়ারী উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল।