ব্র্যাক ব্যাংক ও অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন

0
33

গ্রাহকদের জন্য অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের সহযোগিতায় চট্টগ্রামে একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক তারা ও প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি ১৯ সেপ্টেম্বর ২০২৪ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রায় ১০০ জন গ্রাহকের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ব্যাংকটির গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এটি গ্রাহকদের সার্বিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
এই আয়োজনে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসকরা। অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. চন্দন কুমার দাস এবং চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অব কার্ডিয়াক সার্জারি ডা. জিয়াউর রহমান জটিল সার্জারির বিষয়ে তাদের অভিজ্ঞতা আলোচনার পাশাপাশি অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের উন্নত চিকিৎসাসেবা নিয়েও আলোচনা করেন।