মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হেড অব আইসিসিডি) হিসেবে যোগদান করেছেন। হাশমীর ব্যাংক খাতে ৩৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে হাশমী ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হেড অব আইসিসি অ্যান্ড ক্যামেলকো) পদে কর্মরত ছিলেন।
এর আগে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেডে কাজ করেছেন। একাধিক স্থানীয় ব্যাংকে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, এমেক্স, ব্যাংক ইন্দোসুয়েজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাশরেক ব্যাংকসহ বেশ কয়েকটি বিদেশি ব্যাংকে কাজের অভিজ্ঞতা লাভ করেন। হাশমী ইতালির ইনস্টিটিউটো জিওর্দানো ডেল’আমোর থেকে ব্যাংকিং এবং ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিকম এবং এমকম ডিগ্রি লাভ করেন।