ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের সার্টিফিকেট বিতরণ

0
113

ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সম্প্রতি ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। তিনি ৩৪ জন কর্মকর্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এএনএম মাহফুজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল হাসান, মানবসম্পদ বিভাগের প্রধান এসএম আনিসুজ্জামান ও বিএআইটিডির প্রধান (চলতি দায়িত্ব) এম. এসামুল আরিফিন।