বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

0
46

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৫তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।
পরিচালনা পর্ষদের সদস্য ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুল খালেক খান, মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী এবং মো. গোলাম সাঈদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান অ্যান্ড কোং-এর প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।