বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিংয়ে সেরা ব্যাংকের তালিকায় প্রাইম ব্যাংক

0
33

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২২-এ সেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদের কাছে এ প্রশংসাপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর, গ্রিন রিফাইন্যান্স, সিএসআর ও কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এ রেটিং প্রদান করেছে।