বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করল আইএফআইসি ব্যাংক

0
100

দেশের আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখার জন্য বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সম্মানজনক ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতাঙ্ক দেবদীপ দত্ত ও ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের প্রধান মো. রফিকুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন।